‘মহর্ষি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
A মহ+ঋষি
B মহা+ঋষি
C মহর+ষি
D মহৎ+ঋষি
Solution
Correct Answer: Option B
তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, অ-কার কিংবা অ কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে ‘অর’ হয় এবং রেফ () রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়। মহা+ঋষি (আ+ঋ = অর)= মহর্ষি ।