যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। বাক্যে বাঘের শব্দটি-
Solution
Correct Answer: Option B
অপাদান কারক হলো সেই কারক যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়। উদাহরণস্বরূপ:
* গাছ থেকে পাতা পড়ে। (পাতা গাছ থেকে বিচ্যুত হয়)
* দুধ থেকে দই হয়। (দই দুধ থেকে জাত হয়)
* পাপে বিরত হও। (পাপ থেকে বিরত হয়)
অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও "থেকে," "হতে," "দিয়া," "দিয়ে" ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। বিভিন্ন বিভক্তিতে অপাদান কারকের ব্যবহারের উদাহরণ:
* প্রথমা/শূন্য/অ বিভক্তি: বোটা-আলগা ফল গাছে থাকে না। (গাছে থেকে ফল বিচ্যুত)
* দ্বিতীয়া/কে বিভক্তি: বাবাকে বড্ড ভয় পাই। (বাবার ভয় থেকে)
* ষষ্ঠী/এর বিভক্তি: যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। (বাঘের ভয় থেকে)
* সপ্তমী/এ বিভক্তি: বিপদে মোরে করিবে ত্রান, এ নহে মোর প্রার্থনা। (বিপদ থেকে ত্রান)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণী)