'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Solution
Correct Answer: Option B
‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি সুফিয়া কামাল এর ‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।
'জননী সাহসিকা' নামে পরিচিত সুফিয়া কামাল ২০ জুন, ১৯১১ খ্রিষ্টাব্দে বরিশালের শায়েস্তাবাদের রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস-কুমিল্লা। তিনি ২০ নভেম্বর ১৯৯৯ খ্রিষ্টাব্দে মারা যান ।
তার রচিত:
- বাসন্তী (প্রথম কবিতা); এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয় ১৯২৬ সালে।
- উদাত্ত পৃথিবী,
- মায়া কাজল,
- অভিযাত্রিক।
- সাঁঝের মায়া (প্রথম কাব্যগ্রন্থ); এটি প্রকাশিত হয় ১৯৩৮ সালে এবং এর মুখবন্ধ লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
- সৈনিক বধূ (প্রথম গল্প); এটি বরিশালের 'তরুন' পত্রিকায় ১৯২৩ সালে প্রকাশিত হয়।
সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থ-
- সাঁঝের মায়া (১৯৩৮)
- মায়া কাজল (১৯৫১)
- মন ও জীবন (১৯৫৭)
- প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮)
- উদাত্ত পৃথিবী (১৯৬৪)
- দিওয়ান (১৯৬৬)
- অভিযাত্রিক (১৯৬৯)
- মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০)
- মোর জাদুদের সমাধি পরে (১৯৭২) ইত্যাদি।