'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' এর মধ্যে 'টাপুর টুপুর' কি অব্যয়?
Solution
Correct Answer: Option C
যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় সেগুলোকে অনুকার অব্যয় বলে।
যেমনঃ
- দুমদাম (পতনের শব্দ),
- ঝমঝম (বৃষ্টির শব্দ),
- ঘেউঘেউ (কুকুরের ডাক) ইত্যাদি।
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর‘ এখানে টাপুর টুপুর অব্যয় পদের দ্বিরুক্তি । যা দ্বারা ধ্বনিব্যঞ্জনা প্রকাশ পেয়েছে ও বৃষ্টির ধ্বনির অবাস্থানকে বুঝায়।