'তিনি ব্যাকরণে পণ্ডিত' এ বাক্যে 'ব্যাকরণে' কোন কারকে কোন বিভক্তি?

A অধিকরণ কারকে সপ্তমী

B সম্প্রদান কারকে সপ্তমী

C অপাদান কারকে দ্বিতীয়া

D কর্ম কারকে সপ্তমী

Solution

Correct Answer: Option A

যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। 
-এই কারকে সাধারণত ‘এ’, ‘য়’, ‘য়ে’, ‘তে' ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়। 
-যেমন: - আনিস ঢাকায় যাবে। 
-বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে। 
 
তেমনিভাবে, "তিনি ব্যাকরণে পণ্ডিত"। এ বাক্যে 'ব্যাকরণে' শব্দে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি যুক্ত হয়। 
সুতরাং, 'ব্যাকরণে' শব্দটি অধিকরণে সপ্তমী৷ 
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions