'Nobel Prize in Literature started from the-

A 1901

B 1911

C 1913

D 1917

Solution

Correct Answer: Option A

- নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার হিসেবে বিবেচিত।
-এটির প্রবর্তক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল।
- পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি –এই ছয়টি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়।
- নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সাল থেকে। শুরুতে পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়া হতো। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থে প্রদান করা হয়।

উল্লেখ্য, আলফ্রেড নোবেলের উইলে অর্থনীতিতে নোবেল দেওয়ার কথা উল্লেখ ছিল না, কিন্তু ১৯৬৮ সালে  Sveriges Riksbank(central bank of Sweden) নিজেদের অর্থায়নে আলফ্রেড নোবেলের স্বরণে অর্থনীতিতে একটি পুরষ্কার চালু করে।
-এটি নোবেল পুরষ্কারের সাথেই ঘোষণা করা হয় এবং সর্বত্রই নোবেল পুরষ্কারের সমমর্যাদা সম্পন্ন হিসেবে বিবেচিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions