কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে 'বাংলাদেশ স্ট্রিট'?
Solution
Correct Answer: Option A
- আইভরিকোস্টে 'বাংলাদেশ সড়ক/Bangladesh Road' নামে একটি সড়ক আছে।
অন্যদিকে -
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাইটস এলাকার ৭৩ স্ট্রিটের নাম বদলে রাখা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’।
যেহেতু অপশনে যুক্তরাষ্ট্র নেই, তাই অপশন বিবেচনায় আইভরি কোস্ট অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে ধরা হয়েছে।