পিপিপি এর পূর্ণরূপ কোনটি?
A প্রাইভেট প্রাকটিস অন ফিজিক্স
B প্রাইভেট প্রাকটিশনার অন পাবলিক হেলথ
C পাবলিক প্রাইভেট পার্টনারশিপ
D প্রাইভেট প্র্যাকটিস প্রসিকিউটার
Solution
Correct Answer: Option C
- পিপিপি এর পূর্ণরূপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ।
- পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ হলো একটি সরকারি ও বেসরকারি খাত মধ্যকার একটি দীর্ঘমেয়াদী সংস্থান।
- সাধারণত এতে সরকারি প্রকল্প ও পরিষেবা বেসরকারি মূলধন অর্থায়ন এবং তারপর পিপিপি চুক্তির সময় করদাতা অথবা ব্যবহারকারীদের কাছ থেকে রাজস্ব আদায় জড়িত থাকে।
- সরকারি-বেসরকারি অংশীদারিত্ব একাধিক দেশে বাস্তবায়িত হয়েছে ও প্রাথমিকভাবে অবকাঠামো প্রকল্পের জন্য ব্যবহৃত হয়ে থাকে।
- দেশের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও সেবা সৃষ্টি/প্রদান করার লক্ষ্যে ১৯৯৬ সালে রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করার পরপরই জননেত্রী পিপিপি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন