জলাতঙ্ক (Rabies) একটি মারাত্বক ভাইরাসজনিত রোগ।
- মানুষসহ সকল উষ্ণ রক্তবাহী (Warm Blooded) পশু এ রোগে আক্রান্ত হতে পারে।
- তবে, প্রাকৃতিক পরিবেশে কুকুর, বিড়াল, শৃগাল, গরু, মাংসাশি বন্যপ্রাণী, বাদুড় প্রধানত বেশি আক্রান্ত হয়।
রোগের কারণ: - রেবিস নামক এক প্রকার ভাইরাস এ রোগ সৃষ্টি করে।
- রেবিস ভাইরাস ২ধরণের
যথা: স্ট্রিট ভাইরাস ও ফিক্সড ভাইরাস।
- স্ট্রিট ভাইরাস প্রাকৃতিক পরিবেশে রোগের সৃষ্টি করে।
- এ ভাইরাস খুবই বিপদজনক।