কোন মেমোরি অস্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায়?

A RAM

B ROM

C PROM

D EPROM

Solution

Correct Answer: Option C

অস্থিতিশীল=RAM
স্থিতিশীল = ROM
একবার মাত্র লেখা যায় এবং স্থিতিশীল= PROM (Programmable Read Only Memory)
প্রশ্নে অস্থিতিশীল এর জায়গায় স্থিতিশীল হবে এবং উত্তর হবে PROM
 
PROM-এর পূর্ণরূপ হলো Programmable Read Only Memory. 
- সাধারণত বাজারে যে সমস্ত প্রোগ্রাম করা রম পাওয়া যায় তাতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সমস্ত কাজ হয় না। এসব ক্ষেত্রে PROM ব্যবহার করা হয়। - ব্যবহারকারী প্রোগ্রামকে মাইক্রোপ্রোগ্রামে রূপান্তরিত করে নিজেই পিরমে ডেটা সংরক্ষণ করতে পারেন।
- তবে PROM কে একবার প্রোগ্রাম করা হলে পুনঃ প্রোগ্রামের কোনো সুযোগ থাকে না। এ ধরনের রমে বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য নষ্ট হয় না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions