'ত্রিশঙ্কু অবস্থা' বাগধারার অর্থ-
A উভয়সংকট
B দুরবস্থা
C অর্থের অভাব
D দুঃসময়
Solution
Correct Answer: Option A
ত্রিশঙ্কু অবস্থা’ বাগধারার অর্থ - মধ্যাবস্থা/উভয়সংকট।
এরকম সমার্থক অর্থে ব্যবহৃত বাগধারাগুলো হলো:
• ‘শ্যাম রাখি না কুল রাখি’ বাগধারার অর্থ - উভয়সংকট।
• ‘শাঁখের করাত’ বাগধারার অর্থ - উভয়সংকট।
• ‘দুই নৌকায় পা’ বাগধারার অর্থ - উভয়সংকট।