Solution
Correct Answer: Option A
- 'একুশে ফেব্রুয়ারি' উপন্যাসের রচয়িতা জহির রায়হান।
জহির রায়হান একজন প্রখ্যাত বাংলাদেশী কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক।
তার আসল নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ।
তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- শেষ বিকেলের মেয়ে(প্রথম উপন্যাস),
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- কয়েকটি মৃত,
- তৃষ্ণা,
সূর্যগ্রহণ তাঁর রচিত প্রথম গল্পগ্রন্থ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।