-পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয় দফা দাবি পেশ করেন।
-পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে ‘ছয় দফা' ঘোষণা করেন।
-জাতির জনক একে ‘পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন।
-ছয় দফার দাবিসমূহ হলো:
দফা -১: শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি
দফা - ২: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
দফা -৩: মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা [অর্থনীতি বিষয়ক]
দফা -৪ : রাজস্ব ,কর, বা শুল্ক সমন্ধীয় ক্ষমতা [অর্থনীতি বিষয়ক]
দফা -৫ : বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা [অর্থনীতি বিষয়ক]
দফা- ৬: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।