The United Nations Committee for Development Policy বাংলাদেশের Least Developed Country নামে রূপান্তরিত হয়ে Middle Income Country তে যাওয়ার জন্য সুপারিশ করে-
A ডিসেম্বর ২০১৮
B জানুয়ারি ২০১৯
C ফেব্রুয়ারি ২০২১
D ডিসেম্বর ২০২০
Solution
Correct Answer: Option C
- স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পেয়েছে বাংলাদেশ।
- জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) ফেব্রুয়ারি ২০২১- এ সুপারিশ করেছে।
- বাংলাদেশকে এলডিসি থেকে বের হতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
এলডিসি মুক্ত হলে বাংলাদেশ কিছু সুবিধা হারাবে, এগুলো হলো-
-জিএসপি সুবিধা
-সহজ শর্তে ঋণ সুবিধা
-কপিরাইট সুবিধা।