Solution
Correct Answer: Option D
-Strait বা প্রণালী হলো একধরনের সংকীর্ণ জলভাগ, যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে।
-মালাক্কা প্রণালী দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত।
-এ সমুদ্র প্রণালীটির দৈর্ঘ্য ৮০৫ কি.মি.।
-এটি ইন্দোনেশিয়ার সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে, এবং
-ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণ চীন সাগরের সঙ্গে সংযুক্ত করেছে।