Solution
Correct Answer: Option A
-হংকং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
-চীনা এবং ইংরেজি সরকারী ভাষা।
-হংকং এর জনসংখ্যার 90% ক্যান্টনিজ ভাষায় কথা বলে।
-হংকং বিশ্বের চতুর্থ র্যাঙ্কযুক্ত বৈশ্বিক আর্থিক কেন্দ্র।
-এর মুদ্রা, হংকং ডলার, বিশ্বের অষ্টম সর্বাধিক ব্যবসা করা মুদ্রা।
- হংকং দ্বীপ মূলত 1842 সালে চীন গ্রেট ব্রিটেনের কাছে হস্তান্তর করে।
- এটি ব্রিটেনের উপনিবেশ ছিল।
- দীর্ঘ ব্রিটিশ উপনিবেশের শেষে প্রশাসনিক কারণে ১৯৯৭ সালে এই অঞ্চল চীনের অধীনে আসে।