Solution
Correct Answer: Option C
- বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত।
- পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মায়ানমারের পাহাড়ী এলাকা।
- ভৌগোলিক অবস্থান :২৬° ৩৮' উত্তর অক্ষাংশ থেকে ২০° ৩৪' উত্তর অক্ষাংশ এবং ৮৮° ০১' পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২° ৪১' পূর্ব দ্রাঘিমাংশ।
- সীমানা দৈর্ঘ্য: ৪,২৪৬ কিমি. (মায়ানমার : ১৯৩ কিমি., ভারত : ৪,০৫৩ কিমি.)।
- সমুদ্র সীমানা: ৫৮০ কিমি।
- বিশেষ অর্থনৈতিক এলাকা: ২০০ নটিক্যাল মাইল।
- সমুদ্র এলাকা: ১২ নটিক্যাল মাইল।
- জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ।
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
- সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া।
- সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার ও উপজেলা টেকনাফ।
- সর্ব পূর্বের জেলা বান্দরবান ও উপজেলা থানচি।
- সর্ব পশ্চিমের জেলা চাপাঁইনবাবগঞ্জ ও উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব উত্তরের স্থান বাংলাবান্ধা (পঞ্চগড়)।