জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
A বান কি মুন
B কফি আনান
C উথান্ট
D অ্যান্তনিও গুতেরেস
Solution
Correct Answer: Option D
-জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সংস্থাটির নবম মহাসচিব।
-তিনি পর্তুগালের নাগরিক।
- ২০১৭ সালের ১ জানুয়ারি তিনি জাতিসংঘের ৯ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আবার দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন।