একটি সেনানিবাসে ১০০০ জন সৈনিকের ৯ মাসের খাবার আছে। ৫ মাস পর সৈন্যদল হতে ৪০০ জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি সৈনিকের ঐ খাবার কত দিন চলবে?
A ১২০ দিন
B ১৪০ দিন
C ১৮০ দিন
D ২০০ দিন
Solution
Correct Answer: Option D
সময় বাকি থাকে = ৯ - ৫ = ৪ মাস = ১২০ দিন
অবশিষ্ট সৈনিক = ১০০০ - ৪০০ = ৬০০ জন
১০০০ জন সৈন্যের খাবার আছে = ১২০ দিনের
১ জন সৈন্যের খাবার আছে ১২০ × ১০০০ দিনের
৬০০ জন সৈন্যের খাবার আছে (১২০ × ১০০০)/৬০০ দিনের
= ২০০ দিনের।
সুতরাং, বাকি সৈনিকের ঐ খাবার কত দিন ২০০ চলবে ।