১০০ টাকায় ২৫টি কলা ক্রয় করে ১০০ টাকায় ২০টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
A ১৫ টাকা
B ২০ টাকা
C ২৫ টাকা
D ৩০ টাকা
Solution
Correct Answer: Option C
১টি কমলার ক্রয়মূল্য = (১০০/২৫) = ৪ টাকা
১টি কমলার বিক্রয়মূল্য = (১০০/২০) = ৫টাকা
লাভ = ৫ - ৪ = ১ টাকা
৪ টাকায় লাভ হয় = ১ টাকা
১ টাকায় লাভ হয় = ১/৪ টাকা
১০০ টাকায় লাভ হয় = (১× ১০০)/৪ টাকা
= ২৫ টাকা