একটি স্কুলের ছাত্র ছাত্রীর অনুপাত ৩ : ৭। স্কুলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ১৫০ হলে, ছাত্র সংখ্যা কত?
Solution
Correct Answer: Option A
দেওয় আছে,
ছাত্র ছাত্রীর অনুপাত ৩ : ৭
ধরি,
ছাত্রের সংখ্যা ৩ক
ছাত্রীর সংখ্যা ৭ক
প্রশ্নমতে,
৩ক + ৭ক = ১৫০
বা, ১০ক = ১৫০
ক = ১৫
ছাত্রের সংখ্যা = ৩ × ১৫ = ৪৫ জন