Which train does not touch the rail tracks?
Solution
Correct Answer: Option C
চুম্বকীয় ট্রেন বা ম্যাগনেটিক ট্রেন হল একমাত্র ট্রেন যা রেল ট্র্যাক স্পর্শ করে না। এটি চুম্বকীয় লেভিটেশন (Magnetic Levitation বা Maglev) প্রযুক্তি ব্যবহার করে:
1. এই ট্রেন চুম্বকীয় শক্তির মাধ্যমে ভূমি থেকে প্রায় 1-6 ইঞ্চি উপরে ভাসমান অবস্থায় চলে
2. দুটি চুম্বকীয় শক্তির মধ্যে বিকর্ষণ বলের কারণে ট্রেনটি রেল লাইনের উপরে ভাসমান থাকে
3. অন্যান্য সব ট্রেন (ইলেকট্রিক, ডিজেল, কয়লাচালিত) রেল ট্র্যাকের সাথে সরাসরি যোগাযোগ রেখে চলে
এই প্রযুক্তির সুবিধা হল:
- কম শব্দ দূষণ
- বেশি গতি অর্জন করতে পারে
- কম যান্ত্রিক ক্ষয়
- বেশি নিরাপদ