[এই পরীক্ষাটি ২০টি প্রশ্নের উপর পরীক্ষা হয়েছিল]
প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?
Solution
Correct Answer: Option D
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা ৮৮৫০ মিটার। প্রথম বাংলাদেশি পুরুষ হিসাবে ২৩ মে, ২০১০ সালে মুসা ইব্রাহিম এবং প্রথম নারী হিসাবে ১৯ মে, ২০১২ সালে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন। ওয়াসফিয়া নাজরীন ২৬ মে, ২০১২ সালে দ্বিতীয় বাংলাদেশী নারী এবং সর্বকনিষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন। আর এম.এ মুহিত ২১ মে, ২০১১ ও ১৯ মে,২০১২ সালে দুই প্রান্ত দিয়ে দুই বার এভারেস্ট জয় করেন।