‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি ?
Solution
Correct Answer: Option D
‘ব্যাকরণ’ (বি+আ+√কৃ+অন) শব্দটি অর্থ বিশেষভাবে বিশ্লেষণ । ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ । ব্যাকরণ ভাষার প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করে এবং অভ্যন্তরীণ নিয়মকানুন, রীতিনীতি শৃঙ্খলাবদ্ধ করে থাকে ।