নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত ?
A বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
B সমাসবদ্ধ পদে সন্ধি করা অনুচিত
C ধাতুর সঙ্গে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা অনুচিত
D উপরের কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
বাংলা শব্দের সাথে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত । কারণ, সন্ধির ক্ষেত্রে যেহেতু বাংলা ও তৎসম শব্দের সন্ধির পৃথক পৃথক নিয়ম বিদ্যমান, সেহেতু বাংলা ও তৎসম শব্দের মিশ্র এড়িয়ে যাওয়া শ্রেয় । সমাসবদ্ধ শব্দে সন্ধি করা যায় । যেমনঃ সিংহ চিহ্নিত আসন = সিংহাসন ( সিংহ+ আসন) । ধাতুর সাথে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা যায় । যেমনঃ অ-√ধু+আ = আধোয়া; বি- √বহ্+অ = বিবাহ ।