৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?

A    ৩০ লিটার

B    ৪০ লিটার

C    ৫০ লিটার

D    ১০০ লিটার

Solution

Correct Answer: Option B

 

 

7x+3x=30

 => x=3

ধরি, পানি মিশ্রিত করতে হবে = W

প্রশ্নমতে,

(7×3) : {(3×3)+W}=3 : 7

=> 21/(9+W)=3/7

=> W=40

সুতরাং মিশ্রণে পানি মিশ্রিত করতে হবে ৪০ লিটার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions