এক কুড়ি কমলা ৫০ টাকায় ক্রয় করে একডজন কমলা ৩৬ টাকায় বিক্রয় করা হলো। শতকরা কত লাভ হলো?  

A    10%

B    15%

C    18%

D    20%

Solution

Correct Answer: Option D

 

২০ টি কমলার ক্রয় মূল্য = ৫০ টাকা

১ টি কমলার ক্রয় মূল্য = ৫০/২০ টাকা

১২ টি কমলার ক্রয় মূল্য = ৫০*১২/২০ টাকা

                              = ৩০ টাকা

সুতরাং লাভ = ৩৬ - ৩০ = ৬ টাকা

এখন,

৩০ টাকায় লাভ হয় ৬ টাকা

১ টাকায় লাভ হয় ৬/৩০ টাকা

১০০ টাকায় লাভ হয় ৬*১০০/৩০ টাকা

                           = ১০০/৫ টাকা

                           = ২০ টাকা

অর্থাৎ, ২০%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions