অলিম্পিক জাদুঘর কোথায় অবস্থিত? 

A  লুজান, সুইজারল্যান্ড 

B  প্যারিস, ফ্রান্স 

C  লন্ডন, যুক্তরাজ্য 

D  এথেন্স, গ্রিস 

Solution

Correct Answer: Option A

অলিম্পিক মিউজিয়াম উদ্বোধন করা হয় ২৩ জুন ১৯৯৩।

✔ এশিয়ার প্রথম জাতিতাত্ত্বিক জাদুঘর - টোকিও, জাপান।
✔ লিলিসলিফ জাদুঘর অবস্থিত-জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।
✔ লুভ্যর মিউজিয়াম অবস্থিত-প্যারিস, ফ্রান্স, প্রতিষ্ঠিত হয় ১০ আগস্ট ১৭৯৩। লিওনার্দো দ্য ভিঞ্চির ’মোনালিসা’ চিত্রকর্মটি এই মিউজিয়ামে আছে।
✔ দ্য ব্রিটিশ মিউুজয়াম – লন্ডন, যুক্তরাজ্য
✔ আমেরিকার মিউজিয়াম অব নেচারাল হিস্ট্রি – নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
✔ ভিক্টোরিয়িাল অ্যালবার্ট মিউজিয়াম – লন্ডন, যুক্তরাজ্য
✔ স্টেট গ্যালারি – লন্ডন, যুক্তরাজ্য
✔ দ্য কারনাভেল্ট মিউজিয়াম – প্যারিস, ফ্রান্স
✔ দ্য গিমে মিউজিয়াম – প্যারিস, ফ্রান্স
✔ অলিম্পিক মিউজিয়াম – লুজান, সুইজারল্যান্ড
✔ দ্য ট্রেটিয়াকভ স্টেট গ্যালারি – মস্কো, রাশিয়া
✔ ইম্পেরিয়াল হাউসহোল্ড মিউজিয়াম – টোকিও, জাপান
✔ দ্য পুশকিন স্টেট মিউজিয়াম অব ফাইন আর্টস – মস্কো, রাশিয়া
✔ তক্ষশীলা মিউজিয়াম – রাওয়ালপিন্ডি, পাকিস্তান
✔ স্টেট মিউজিয়াম – আমস্টারডাম, নেদারল্যান্ডস
✔ মিউজিয়াম অব চাইনিজ আর্টস – বেইজিং, চীন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions