যদি n এবং p অযুগ্ম সংখ্যা হয় তবে নিচের কোনটি অবশ্যই যুগ হবে?

A n+р

B np

C np+2

D n + p + 1

Solution

Correct Answer: Option A

দুটি অযুগ্ম পূর্ণ সংখ্যার যোগফল সবসময় যুগ্ম সংখ্যা হবে।
সুতরাং n এবং p অযুগ্ম সংখ্যা হলে, n+p অবশ্যই যুগ্ম সংখ্যা হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions