Solution
Correct Answer: Option A
● ওপেন সোর্স সফটওয়্যার হলো এমন এক ধরনের সফটওয়্যার, যার সোর্স কোড সম্পূর্ণ উন্মুক্ত থাকে। এতে সোর্স কোড উন্মুক্ত থাকায় ব্যবহারকারী সফটওয়্যারটিকে পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করতে পারে। Google Chrome, VLC Media Player, Mozilla Firefox, GIMP, Linux Operating System, Open Office ইত্যাদি ওপেন সোর্স সফটওয়্যারের উদাহরণ।
● অন্যদিকে, Microsoft Windows, Zoom, Adobe Photoshop, Mac OS, HP-Unix ইত্যাদি Closed Source Software এর উদাহরণ।