কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' কাব্যের পটভূমি-

A পলাশীর যুদ্ধ

B ছিয়াত্তরের মন্বন্তর

C পানিপথের ৩য় যুদ্ধ

D সিপাহী বিদ্রোহ

Solution

Correct Answer: Option C

-কায়কোবাদের শ্রেষ্ঠ মহাকাব্য 'মহাশশ্মশান' (১৯০৪) পানিপথের ৩য় যুদ্ধের কাহিনী (১৭৬১) অবলম্বনে রচিত। 
-এ মহাকাব্য ৮৭০ পৃষ্ঠায় তিন খণ্ডে মোট ৬০টি সর্গে বিভক্ত। 
-পানিপথের এ যুদ্ধে মারাঠাদের সাথে রোহিলা-অধিপতি নজিব-উদ্-দৌলা'র শক্তি পরীক্ষা হয়। কবির দৃষ্টিতে এটি উভয়ের শক্তিক্ষয় ও ধ্বংস, এজন্য তিনি একে 'মহাশ্মশান' বলেছেন।
-প্রশিক্ষিত মুসলিম যোদ্ধা ইব্রাহীম কার্দি মুসলিম শিবিরে চাকরি না পেয়ে মারাঠা কর্তৃক চাকরি পায় এবং সমাদৃত হয়।
-যুদ্ধ শুরু হলে ইব্রাহীম কার্দির স্ত্রী জোহরা মনুবেগ ছদ্মনাম ধারণ করে এসে স্বামীকে মুসলিম শিবিরে ফিরিয়ে নিতে চেষ্টা করে।
-ইব্রাহীম কার্দি বিশ্বাসঘাতকতা না করে মারাঠাদের জন্য যুদ্ধে জীবন দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। 
-উল্লেখযোগ্য চরিত্র: ইব্রাহীম কার্দি, জোহরা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions