একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সেমি এবং আয়তের প্রস্থ ৪ সেমি হলে, আয়তের পরিসীমা হবে-

A    ১৬ সেমি

B    ২০ সেমি

C    ২৪ সেমি

D    ২৬ সেমি

Solution

Correct Answer: Option D

 

আমরা জানি,

বর্গের পরিসীমা=৪ X বাহু

সুতরাং, বাহু = ২৪/৪ =৬ সেমি

তাহলে, বর্গের ক্ষেত্রফল =৬২=৩৬

সুতরাং, আয়তের ক্ষেত্রফল= ৩৬ বর্গ সে মি 

আয়তের প্রস্থ = ৪ সে মি

আয়তের দৈর্ঘ্য = ৩৬/৪ =৯ সে মি

আয়তের পরিসীমা=  ২(৯+৪)=২৬ সে মি 

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions