বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
Solution
Correct Answer: Option C
বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমি কোলন বসে। যেমন:
- সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; সে মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য?
- কোনো বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ নয়।
- তিনি পড়েছেন বিজ্ঞান; পেশা ব্যাংকার; আর নেশা সাহিত্যচর্চা।