ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?

A রবার্ট কুক

B রবার্ট হুক

C লিউয়েন হুক

D এডওয়ার্ড ডোনার

Solution

Correct Answer: Option C

ব্যাকটেরিয়া মূলত একটি আদি নিউক্লিয়াস বিশিষ্ট এককোষী জীব। এরা প্রধানত গোলাকার, লম্বা বা প্যাঁচানো আকৃতির। ১৬৭৫ সালে ওলন্দাজ বিজ্ঞানী এন্টনি ভন লিউয়েন হুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। এ জন্য তাকে ব্যাকটেরিওলজির জনক বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions