Solution
Correct Answer: Option A
পোলিও (polio) ভাইরাসঘটিত এক ধরনের রোগ।
এটি মূলত মানুষের সঙ্গে মানুষের স্পর্শের মাধ্যমে ছড়ায়।
পোলিও সংক্রমণের কোন নিরাময় হয় না। তবে
টিকাকরণের মাধ্যমে এটা প্রতিরোধ করা যায়। জোনাস সাক্ষ
প্রথম পোলিও টিকার উদ্ভাবন করেন। পোলিও প্রতিরোধে
জন্মের পর একটি শিশুকে ৪ সপ্তাহের মধ্যে Oral
Poliovirus Vaccine (OPV) ও Inactivated
Poliovirus Vaccine (IPV) এর প্রথম ডোজ দেওয়া
হয়।