জাতীয় টিকাদান কর্মসূচিতে মোট কয়টি প্রতিষেধক টিকা দেওয়া হয়?

A ৫টি

B ১০টি

C ৬টি

D ৭টি

Solution

Correct Answer: Option D

 Expanded Program on Immunization (EPI) বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক পরিচালিত একটি চলমান টিকাদান কর্মসূচি। ৭ এপ্রিল, ১৯৭৯ সালে প্রথম চালু হয়। EPI কর্মসূচিতে বর্তমানে ১০টি রোগের ৭টি টিকা দেয়া হয়।

- যক্ষ্মা: বিসিজি

- পোলিও: ওপিভি (ওরাল পোলিও ভ্যাকসিন), আইপিভি (ইনএক্টিভেট পোলিও ভ্যাকসিন)

- হাম ও রুবেলা:  এম আর

- ডিপথেরিয়া, হুপিংকাশি,ধনুষ্টংকার+হেপাটাইটিস বি+হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি: পেন্টাভ্যালেন্ট (ডিপিটি, হিব হেপাটাইটিস-বি)

- নিউমোকক্কাল নিউমোনিয়া: পিসিভি

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions