Exclusive Breast Feeding বলতে শিশু জন্মের কয়
মাস বুঝায়?
A ছয় মাস
B বার মাস
C তিন মাস
D নয় মাস
Solution
Correct Answer: Option A
শিশু জন্মের ১ ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ দিতে
হয়। শিশু জন্মের প্রথম ২-৩ দিন পর্যন্ত মায়ের বুকের দুধকে
শাল দুধ বলে। এতে প্রচুর এন্টিবডি থাকে যা শিশুর দেহে
রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। এটাকে শিশুর জীবনের
প্রথম টিকাও বলা হয়। মায়ের দুধের প্রোটিনকে লেকটো
এলবুমিন বলে। যদি বাচ্চা প্রথম ৬ মাস কেবল মায়ের
বুকের দুধ খায় তবে তাকে এক্সক্লুসিভ দুধ পান বলে।
মায়ের দুধে শিশুর মস্তিষ্কের বৃদ্ধির জন্য টরিন নামক উপাদান
থাকে। দুধে শর্করার পরিমাণ ৭.৪ গ্রাম। আর গরুর দুধে
শর্করা থাকে ৪.৬ গ্রাম।