রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯০% ছাত্র বাস ব্যবহার করে ১৫% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটি ব্যবহার করে। রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে?

A ৫%

B ১০%

C ৬৬.৬৬%

D ৩৩.৩৩%

Solution

Correct Answer: Option D

বাস ব্যবহার কারী ছাত্রের সেট A
রাইড শেয়ারিং ব্যবহার কারী ছাত্রের সেট B
বাস এবং রাইড শেয়ারিং উভয় ব্যবহার কারী ছাত্রের সেট A ∩ B

আমরা জানি,
(A U B) = A + B - (A ∩ B)
⇒ (A ∩ B) = A + B - (A U B)
               = {(৯০ + ১৫) - ১০০}%
                = ৫%

রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্র বাস ব্যবহার করে = (৫/১৫) × ১০০% = ৩৩.৩৩%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions