Correct Answer: Option D
● ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা করেন মুক্তিযুদ্ধভিত্তিক তাঁর সর্বশেষ উপন্যাস ‘১৯৭১’৷ ‘সুতপার তপস্যা’ ও ‘একটি কালো মেয়ের কথা' নামে দুটি কাহিনীর সংযোগে রচিত ‘১৯৭১' উপন্যাসটি ১৯৭২ সালে প্রকাশিত হয়। ‘একটি কালো মেয়ের কথা অংশের কেন্দ্রীয় চরিত্র নাজমার মাধ্যমে একাত্তরের হাজার হাজার নারীর চরিত্র পরিস্ফুটিত হয়েছে। এ অংশে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ সময়কালে গ্রামীণ জীবনের চালচিত্র, বাংলাদেশিদের ত্যাগ ও সংগ্রামের অনন্যতা। ১৯৬৫ সালের পর থেকে সমগ্র পশ্চিমবঙ্গে বিস্তৃত গোপন রাজনৈতিক তৎপরতাকে উপজীব্য করে রচনা করেন ‘সুতপার তপস্যা অংশটি।
● আলাউদ্দিন আল আজাদের মনস্তাত্ত্বিক উপন্যাস ‘তেইশ নম্বর তৈলচিত্র' (১৯৬০);
● বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ইছামতী নদীর তীরকেন্দ্রিক জীবনকথার অনবদ্য উপন্যাস ‘ইছামতি’ এবং
● সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস ‘আয়না বিবির পালা ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions