বাংলা সঙ্গীতে 'বাউল সম্রাট' কাকে বলা হয়?

A হাসন রাজা

B লালন শাহ

C শাহ আবদুল করিম

D আব্বাস উদ্দিন

Solution

Correct Answer: Option C

শাহ আব্দুল করিম বাউল গানের অদ্বিতীয় অধিশ্বর। তিনি বাংলার লোকজ সংগীতের ধারাকে আত্মস্থ করেছেন; ভাটি অঞ্চলের মানুষের সুখ-দুঃখকে তুলে এনেছেন গানে। তাঁর গানে মানুষের জীবনের প্রেম-ভালোবাসার পাশাপাশি সমাজের সকল অন্যায়, অবিচার, কুসংস্কার ও সাম্প্রদায়িকতা বিরোধী মনোভাব প্রকটিত হয়েছিল। দারিদ্র্যের সাথে লড়াই করে মাত্র ৮ দিনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বাস্তব জীবনের অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি প্রায় ১৬০০টি গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। এজন্য তাঁকে 'বাউলসম্রাট’ বলা হয়।

তাঁর রচিত উল্লেখযোগ্য গানসমূহ:
- ‘গাড়ী চলে না, চলে না, চলে নারে...,
- বন্দে মায়া লাগাইছে .....,
- আগে কি সুন্দর দিন কাটাইতাম....
- আমি কূলহারা কলঙ্কিনী....
- কেমনে ভুলিবো আমি...
- নতুন প্রেমে মন মজাইয়া....
- বসন্ত বাতাসে সইগো...,
- আসি বলে গেল বন্ধু.....
- বন্ধুরে কই পাব...।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions