Solution
Correct Answer: Option D
• বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদী কর্ণফুলী ।
• ভারতের মিজোরাম প্রদেশের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে রাঙামাটি ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
• এর দৈর্ঘ্য ৩২০ কি.মি। কর্ণফুলীর প্রধান উপনদী কাপ্তাই, হালদা, কাসালাং রাঙখিয়াং।
• দেশের প্রধান নদীবন্দর ও কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র এই নদীতে অবস্থিত।