কোন দেশের রাজধানী নেই?

A সুইজারল্যান্ড

B নাউরু

C ইথিওপিয়া

D কোরিয়া

Solution

Correct Answer: Option B

নাউরু প্রজাতন্ত্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। নাউরুর কোনো অফিসিয়াল রাজধানী নেই, তবে দেশটির সরকারি অফিসসমূহ ইয়ারেন শহরে অবস্থিত।

অন্যদিকে, সুইজারল্যান্ড, ইথিওপিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাজধানী যথাক্রমে- বার্ন, আদ্দিস আবাবা, পিয়ংইয়ং ও সিউল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions