রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
Solution
Correct Answer: Option D
দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের এবং উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়। এই বিকিরণকে বলা হয় রঞ্জন রশ্মি (x-ray)। ১৮৯৫ সালে জার্মান পদার্থবিদ উইলহেম রন্টজেন এটি আবিষ্কার করেন। আমরা জানি, টিভির পর্দায় ফসফর থাকে। ইলেক্ট্রন যখন এই ফসফরকে আঘাত করে তখন এখান থেকে মৃদু রঞ্জন রশ্মি নির্গত হয়। যার পরিমাণ খুবই কম।