অবিভক্ত প্রাচীন বাংলায় সর্বপ্রথম রাজা কে ছিলেন?
A অশোক
B ন্যায়পাল
C শশাঙ্ক
D রামপাল
Solution
Correct Answer: Option C
রাজা শশাঙ্ক ৫৯৪ খ্রিষ্টাব্দের শুরুর দিকে গৌড়
অঞ্চলের ক্ষমতা দখল করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করে
‘কর্ণসুবর্ণে রাজধানী স্থাপন করেন। প্রাচীন বাংলার
ইতিহাসে শশাঙ্কই প্রথম সার্বভৌম (স্বাধীন) শাসক যিনি
পুরো বাংলাকে একত্রিত করতে পেরেছিলেন। তার উপাধি
ছিল মহারাজাধিরাজ।