.নিচের কোন Protocol টি ইন্টারনেট এর মাধ্যমে তথ্য
আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে?
Solution
Correct Answer: Option B
Hypertext Transfer Protocol Secure
(HTTPS) হচ্ছে ওয়েব ডাটা ট্রান্সফার করার জন্য একটি
প্রটোকল। এটি ওয়েবসাইটের মধ্যে ডেটা ট্রান্সফারে
নিরাপত্তা বাড়ানোর জন্য encrypted করে। এর ফলে
ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে কোন ব্যক্তি ডেটা পড়তে পারে
না। অন্যদিকে, FTP (File Transfer Protocol) হলো
একটি নেটওয়ার্ক প্রটোকল, যা কোনো কম্পিউটার
নেটওয়ার্কে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কম্পিউটার ফাইল
স্থানান্তর করার জন্য ব্যবহৃত হয়। কম্পিউটার নেটওয়ার্কের
জন্য সুপরিকল্পিত নির্ধারিত রীতিনীতিই হচ্ছে protocol.
ইন্টানেটে বহুল ব্যবহৃত প্রটোকল হচ্ছে Transmission
Control protocol/ internet protocol (TCP/IP). এ
protocol-টি ১৯৮২ সালে উদ্ভাবিত হয়। TCP/IP
প্রটোকলে ৪টি স্তর রয়েছে।