Solution
Correct Answer: Option C
বায়ুমণ্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত (Infrared) সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। পৃথিবীর বায়ুমণ্ডলে অবস্থিত গ্রিন হাউস গ্যাসগুলো হলো:
- কার্বন ডাই অক্সাইড (CO2),
- মিথেন (CH4),
- নাইট্রাস অক্সাইড (N2O),
- ওজোন (O3)
- জলীয় বাষ্প (Water Vapor) ও
- ক্লোরো ফ্লোরো কার্বন (CFCs)।