ফেয়ার ফ্যাক্স কি?

A সীমান্ত বাহিনী

B গোয়েন্দা সংস্থা

C পুলিশ বাহিনী

D সম্মেলন

Solution

Correct Answer: Option B

ফেয়ারফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত গোয়েন্দা সংস্থার নাম। এছাড়াও আরো কিছু যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে- সিআইএ, এফবিআই, আইএনআর ইত্যাদি।

আরো কয়েকটি গুরুত্তপুর্ণ গোয়েন্দা সংস্থাঃ
- ইন্টার ফ্যাক্স : রাশিয়ার বার্তা সংস্থা।
- হোয়াইট লজ : ইংল্যান্ডের রাজা অষ্টম অ্যাডওয়ার্ডের জম্মস্থান।
- হোয়াইট হল : লন্ডনে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়।
- ফ্লীট স্ট্রীট : লন্ডনে অবস্থিত সংবাদপত্র প্রকাশনা।
- ওয়াল স্ট্রীট : নিউইয়র্কে অবস্থিত শেয়ার বাজার।
- OPEC : তেল রপ্তানিকারক দেশের একটি সংস্থা।
- APEC : এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি অর্থনৈতিক জোট।
- আকাবা : জর্দানের একটি বিখ্যাত সমুদ্র বন্দর।
- আকিয়াব : মায়ানমারের একটি বিখ্যাত সমুদ্র বন্দর।
- ওভাল : লন্ডনে অবস্থিত ক্রিকেট খেলার জন্য বিখ্যাত স্থান।
- ওভাল অফিস : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়।
- ওলন্দাজ : নেদারল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বা ডাচ বলা হয়।
- গোলন্দাজ : যে সৈনিক কামান দেগে যুদ্ধে গোলা নিক্ষেপ করে।
- SAFTA : সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অবাধ বাণিজ্যচুক্তি।
- SAPTA : সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক - সহযোগীতা ও অর্থনৈতিক সংক্রান্ত আইন।
- ব্লাকক্যাট : ভারতের কমান্ডো বাহিনী।
- ব্লাক শার্টস : ইতালির সাবেক একনায়ক মুসোলিনির অনুসারীদের ব্লাক শার্টস বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions