‘ধূসর পাণ্ডুলিপি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Solution
Correct Answer: Option C
জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ 'ধূসর পাণ্ডুলিপি'
(১৯৩৬)। ২০টি কবিতার সমন্বয়ে রচিত এ কাব্যগ্রন্থের
বিখ্যাত কবিতা 'মৃত্যুর আগে'। কবিতাটি পাঠ করে
রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব বসুকে লেখা এক চিঠিতে
‘চিত্ররূপময় বলে মন্তব্য করেন। কবিতাটির সাথে W. B
Yeats এর The Falling of the Leaves's কবিতার মিল
আছে। জীবনানন্দ দাশ কাব্যটি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন।