Solution
Correct Answer: Option C
যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন
বিভবে বা পর্যায়বৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত
করা যায় তাকে ট্রান্সফর্মার বলে। তাড়িতচৌম্বক আবেশের
উপর ভিত্তি করে এই যন্ত্র তৈরি করা হয়। এই যন্ত্রে একটি
কুণ্ডলীতে তড়িৎপ্রবাহ পরিবর্তন করে অন্য কুণ্ডলীতে আবিষ্ট
তড়িচ্চালক শক্তি বা তড়িৎ উৎপাদন করা হয়।