সোনায় মরিচা ধরে না কেন?

A সোনা নিষ্ক্রিয় ধাতু

B সোনা সক্রিয় ধাতু

C সোনা কোন ধাতু নয়

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

- যেসব ধাতু রাসায়নিকভাবে কম সক্রিয় তাকে নিষ্ক্রিয় ধাতু বলে।
- যেমন: সোনা, রূপা, প্লাটিনাম।
- আর সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু হওয়ায় এতে মরিচা ধরে না।
- লোহা বাতাসের সংস্পর্শে ফেরাস বা ফেরিক অক্সাইড গঠন করে।
- কিন্তু সোনা বাতাসের সংস্পর্শে কোন রকম বিক্রিয়া ঘটায় না।
- বাতাসের কোন রাসায়নিক পদার্থই সোনার সঙ্গে বিক্রিয়া হয় না। এ কারণে সোনায় কখনও মরিচা ধরে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions